বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে লোক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এমন আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নেত্রকোণায় এক হাজার আসনবিশিষ্ট আধুনিকমানের অডিটোরিয়াম ও শিল্পকলার জন্য একটি তথা পৃথক দুইটি অডিটোরিয়াম করে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (এমপি), সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা প্রশাক (ডিসি) মঈনউল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দিনা প্রমুখ।
লোক উৎসব আয়োজনকারী সংগঠন শিকড় উন্নয়ন কর্মসূচিকে প্রতিমন্ত্রী ২ লাখ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২ লাখ টাকার অর্থ সহায়তা করেন।
উৎসবে জেলা সদরসহ দশটি উপজেলা থেকে স্বনামধন্য শিল্পীরা অংশ নিয়েছেন। সুনীল কর্মকার, সিরাজ উদ্দিন খান পাঠান, আব্দুস সালামসহ সব শিল্পীরা মধ্যরাত পর্যন্ত মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে দর্শকদের জন্য গান পরিবেশন করবেন।
বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জেডএস