ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোলানে যুক্তরাষ্ট্রের স্বীকৃতিতে বাংলাদেশের উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
গোলানে যুক্তরাষ্ট্রের স্বীকৃতিতে বাংলাদেশের উদ্বেগ গোলান মালভূমি

ঢাকা: সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে  মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

বুধবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতিতে বাংলাদেশ  গভীর উদ্বেগ প্রকাশ করছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে জাতিসংঘের নীতি, আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের অনুবৃত্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে বাংলাদেশ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুবৃত্তির ৪৯৭ ধারা অনুযায়ী বাংলাদেশ মনে করে সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরায়েলের দ্রুত সরে যাওয়া উচিত। গোলান মালভূমি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিরাপত্তা পরিষদের অনুবৃত্তির সুস্পষ্ট লঙ্ঘন।

আরব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুবৃত্তি মেনে চলাই বাংলাদেশের অবস্থান বলে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।