ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ছুরিকাঘাতে ঠিকাদার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
খুলনায় ছুরিকাঘাতে ঠিকাদার নিহত ছুরিকাঘাতে নিহত মিজানুর রহমান বালা

খুলনা: খুলনায় ছুরিকাঘাতে মিজানুর রহমান বালা (৫০) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। তিনি মৃত যুবলীগের কেন্দ্রীয় নেতা এস এম মেজবাহ হোসেন বুরুজের ভাই।

বুধবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে মহানগরীর বাগমারার নিজবাড়ির সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু রাত ১১টায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বালা গোপালগঞ্জ শিবপুর এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি ঠিকাদারি পেশায় জড়িত ছিলেন। তার প্রতিষ্ঠানের নাম সানি এন্টারপ্রাইজ।

তিনি বলেন, মৃত যুবলীগের কেন্দ্রীয় নেতা এস এম মেজবাহ হোসেন বুরুজের ভাই বালাকে বাগমারার নিজ বাড়ির সামনে পেটের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসী। পরে বালাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কে বা কারা কি কারণে ছুরিকাঘাত করেছে এবং বালা কোথায় যাচ্ছিলেন কিংবা বাসায় আসছিলেন কিনা সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।   

বাংলাদেশসময়: ২৩৩২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।