ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়ায় ডেভেলপার ব্যবসায়ী গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
গেন্ডারিয়ায় ডেভেলপার ব্যবসায়ী গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় আবুল হাশেম (৬০) নামে এক ডেভেলপার ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) দিনগত রাত ৯টার দিকে গুলির এ ঘটনা ঘটে। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় কাশেমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ আবুল কাশেম গেন্ডারিয়া শশীভূষণ দত্ত রোড (ধূপখোলা মাঠ) এলাকায় থাকেন। পেশায় তিনি ডেভেলপার ব্যবসায়ী। এশার নামাজ আদায় করে হেঁটে বাসায় ফেরার পথে ওই এলাকায় এক দুর্বৃত্ত তাকে গুলি করে।  

এর পেছনে চাঁদাবাজি অথবা অন্যকোনো ঘটনা রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আবুল কাশেমের ডান পায়ের গোড়ালির নিচে গুলির চিহ্ন রয়েছে। চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পরে তিনি ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।