বুধবার (২৭ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ (মঙ্গলবার) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো সকালে হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবার এবং মুক্তিযুদ্ধে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া।
বিকেলের আয়োজনে ছিলো কেনজিংটন টাউন হলে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে যোগ দিয়ে দেশকে মুক্তিযুদ্ধের মূল্যবোধে উদ্দীপ্ত, প্রগতিশীল ও ধর্ম নিরপেক্ষ একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান। তিনি বলেন, ২৬ মার্চ বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার দিন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এরপর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং ৩০ লাখ শহীদ ও ২ লাখের বেশি নারীর সম্ভ্রম হানির বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে অতিথিদের নিয়ে হাইকমিশনার স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কেক কাটেন। এরপর আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে বর্ণীল অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
টিআর/জেডএস