ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে গুলিবিদ্ধ শিশু ধর্ষণকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
আদিতমারীতে গুলিবিদ্ধ শিশু ধর্ষণকারী গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছকিমুদ্দিন (৪০) নামে এক শিশু ধর্ষণকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) দিনগত রাত ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছকিমুদ্দিন আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার গ্রামের বাকী মামুদের ছেলে।

তিনি ওই সেতু বাজারে একটি সেলুনের মালিক।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, গত ১৭ মার্চ দুপুরে উপজেলার সেতু বাজারে ছকিমুদ্দিনের সেলুনে চুল কাটতে যায় তার প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশু। এ সময় বাজারের অন্যসব দোকান বন্ধ থাকায় নিজের দোকান বন্ধ করে ওই শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে লম্পট ছকিমুদ্দিন। স্থানীয়রা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে ধর্ষক ছকিমুদ্দিনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করে।  

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রাম দুর্গাপুর কুমারপাড়া হয়ে ভারতে পাড়ি জমানোর চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে রাবার বুলেটের গুলি ছুড়ে। এতে একটি গুলি তার বাম পায়ে লাগলে আহত অবস্থায় ধর্ষক ছকিমুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।  

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ছকিমুদ্দিনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।