ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাহবুবুল আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৭ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ-তাড়াইল সড়কের শুকুর মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মাহবুবুল আলম কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দের গয়ালাপাড়া এলাকার মঞ্জিউল আলমের ছেলে।

তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।  

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদরের মাইজখাপন ইউনিয়নের মৃত এক অটোরিকশা চালককে দেখে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ শহরে ফিরছিলেন মাহবুবুল। পথে নীলগঞ্জ-তাড়াইল সড়কের শুকুর মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক্টর মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে মাহবুবুল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।