বুধবার (২৭ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া-কামালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ্র (১২) একই উপজেলার নান্দলা উত্তরপাড়া গ্রামের আলম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মাটি বহনকারী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু জমিতে পড়ে যায়। এ সময় ট্রাক্টরে থাকা শিশু শুভ্র চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি জব্দ করেছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জেডএস