বুধবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশের দাবি, নিহতদের একজন বাড্ডা-রামপুরা এলাকার শীর্ষ সন্ত্রাসী টারজান বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী শাহ আলী ওরফে শাহেন শাহ।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শাহজাহান সাজু বাংলানিউজকে জানান, আফতাবনগরে ওই সন্ত্রাসীরা অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন ডিবি পুলিশের সদস্যরা। পরে সেখানে ডিবি পুলিশের সদস্যরা অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে ডিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়েন।
এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার শাহজাহান সাজু।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
পিএম/আরআইএস/