ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
মোহাম্মদপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতেরা হলেন সোহাগ (১৯) ও শিহান (২০)

শুক্রবার (২৯ মার্চ) সকালে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা বলেন, শ্যামলী শিশুমেলার বিপরীতে খিলজী রোডের মাথায় একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। দুইজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন মারা যান। পরে আহত দিপুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভালো আছেন। হতাহতরা মিরপুর এলাকায় থাকতেন বলে আমরা জানতে পেরেছি।

তিনি জানান, পালিয়ে যাওয়া বালুবাহী ট্রাককে জব্দ করার চেষ্টা করা হচ্ছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।