ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে টেইলার্স মাস্টার খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে টেইলার্স মাস্টার খুন

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওমর আলী শেখ (৬০) নামে এক টেইলার্স মাস্টার (দর্জি) খুন হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘরিয়া ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত ওমর আলী কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আফসার শেখের ছেলে।

শুক্রবার (২৯ মার্চ) সকালে নিহতের ছোট ভাই আবদার শেখ জানান, ভাদালিয়া বাজারে টেইলার্সের দোকান রয়েছে ওমর আলীর। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, কি কারণে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।