বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘরিয়া ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত ওমর আলী কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আফসার শেখের ছেলে।
শুক্রবার (২৯ মার্চ) সকালে নিহতের ছোট ভাই আবদার শেখ জানান, ভাদালিয়া বাজারে টেইলার্সের দোকান রয়েছে ওমর আলীর। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, কি কারণে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
জিপি