শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. বোরহান উদ্দিন জানান, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি সাতজন, ঢামেক বার্ন ইউনিটে ছয়জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে পাঁচজন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, অ্যাপোলো হাসপাতালে ছয়জন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন চিকিৎসাধীন রয়েছেন।
এফ আর টাওয়ারে বৃহস্পতিবারের (২৮ মার্চ ) অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এমএএম/আরআর