শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা অন্ধহাফেজ মোড়ের বাসায় মরদেহ এসে পৌঁছায়। নিহত মামুন ওই এলাকার প্রাক্তন ফরেস্ট অফিসার মরহুম আবুল কাশেমের ছেলে।
নিহতের ভগ্নিপতি এম এ মজিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল্লাহ্ আল মামুনের প্রথম নামাজে জানাজা বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার কালিয়াগঞ্জ সংলগ্ন মিরাবনে অনুষ্ঠিত হবে।
মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা দক্ষিণ বালুয়াডাঙ্গা মিনার জামে মসজিদের ঈদগাহ মাঠে বাদ জুমা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে নিহতের বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট চেষ্টা চালিয়ে বিকেল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ২৫ জনের লাশ উদ্ধার করা গেছে এবং তাদের শনাক্ত করাও সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
জিপি