ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিত চায় ইউরোপীয় ইউনিয়ন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিত চায় ইউরোপীয় ইউনিয়ন  ইউরোপীয় ইউনিয়নের লোগো

ঢাকা: সাধারণ মানুষের কর্মস্থল ও দালানকোঠায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইইউ জোট।

শুক্রবার (২৯ মার্চ) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

ইইউ’য়ের বিবৃতিতে বলা হয়, বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের  এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছে ইইউ।

একই সঙ্গে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এ ঘটনায় যারা আহত হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রত্যাশা করছি আমরা।

২০১৩ সাল থেকে পোশাক শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে পদক্ষেপও নিয়েছে। এখন সাধারণ মানুষের  কর্মস্থল, দালানকোঠা ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এমন এলাকায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য পোশাকশিল্প খাতের মতোই অনুরূপ নীতি গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে ইইউ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।