শুক্রবার (২৯ মার্চ) ভোরে উপজেলার বাটিকামারী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন বাংলানিউজকে বলেন, বাজারের দিলীপ কুমারের শাড়ি কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
জিপি