ঢাকা: রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
শুক্রবার (২৯ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডে নিহত ও আহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানী অগ্নিকাণ্ডে ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৭০ জন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
টিআর/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।