শুক্রবার (২৯ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে এ তথ্য জানান তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল।
এর আগে, বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেরছি গ্রামের মৃত রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়লের বাড়িতে পাটের গুদামে বৃহস্পতিবার দিনগত রাতে আগুন লাগে। এতে গুদামে রক্ষিত ২০০ মণ পাট পুড়ে যায়। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে পার্শ্ববর্তী একটি গোয়াল ঘরে থাকা পাঁচটি গরুও অগ্নিদগ্ধ হয়।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি মেহেদী রাসেল।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসআরএস