ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বনানীর ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
বনানীর ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: মাত্র একদিনের ব্যবধানে রাজধানীর বনানীতে আরও একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়া আছে বেশ।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে আগুন লাগার কিছুক্ষণ পরই সেটা নিয়ন্ত্রণে চলে আসে বলে বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী জুয়েল রানা।

তিনি বলেন, আগুনের কবলে পড়া আবাসিক ছয়তলা ভবনটিতে থাকা লোকজন, যারা বের হয়ে এসেছিলেন রাস্তায়, তারা চাইলে আবার ফেরত যেতে পারেন।

বনানী ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর ছয়তলা আফসা ভবনের চারতলায় রান্না ঘরে এ আগুনের সূত্রপাত হয়। পরে আতঙ্কিত হয়ে ভবনটিতে থাকা লোকজন দ্রুত রাস্তায় বের হতে শুরু করেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি ঘটে। একইসঙ্গে অর্ধশতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসএইচএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।