শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা এলাকার রানীগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাসেল রানীগ্রাম মধ্যপাড়ার রবি আলমের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আব্দুল হামিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনিস জানান, দুপুরে ফুফুর সঙ্গে যমুনা নদী থেকে বের হওয়া ক্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় রাসেল। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহটি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসআরএস