ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে আমদানি নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
বেনাপোল সীমান্তে আমদানি নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ১

যশোর: যশোরের বেনাপোল সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ ৪৪৭ পিস ভারতীয় ইনজেকশনসহ জাহিদ হোসেন (২০) নামে এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহিদ বেনাপোল পোর্ট থানার মহিশাডাংগা-বারপোতা গ্রামের আলী হোসেনের ছেলে।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শিকড়ি চারা বটতলা মাঠে অভিযান চালানো হয়। এসময় ৪৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ জাহিদকে আটক করা হয়। জব্দকৃত ইনজেকশনের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৮৭ হাজার ৫৭০ টাকা।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।