ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অফিস-ফ্লোর মালিক প্রতিনিধিদের নিয়ে এফ আর টাওয়ারে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
অফিস-ফ্লোর মালিক প্রতিনিধিদের নিয়ে এফ আর টাওয়ারে পুলিশ পুলিশের নেতৃত্বে এফ আর টাওয়ারে প্রতিনিধি দল | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের বিভিন্ন ফ্লোর ও অফিস মালিকদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস, পুলিশের বিভিন্ন বিভাগ এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ভবনের ভেতরে প্রবেশ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।  বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্ত

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে পুলিশের নেতৃত্বে ১৯টি টিম ভবনটিতে প্রবেশ করে।

৯ জন করে পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, প্রতি ফ্লোরের মালিকদের দুই জন প্রতিনিধি, প্রতিটি অফিসের দুই জন করে প্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি মিলিয়ে প্রতি টিমে মোট ১৫ জনের মতো সদস্য রয়েছেন। সবমিলিয়ে দুই শতাধিক ব্যক্তি ভবনে প্রবেশ করেছেন।
মূল্যবান জিনিসপত্র-টাকা পয়সা বের করে মালিকের কাছে হস্তান্তর করছেন পুলিশ কর্মকর্তারাএর আগে ভবনটি পুলিশের তত্ত্বাবধানে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। ভবনটির বিভিন্ন অফিসে কোনো মূল্যবান মালামাল থাকলে সেগুলো যথাযথ কর্তৃপক্ষ বা মালিকদের কাছে বুঝিয়ে দেওয়াই এই অভিযানের উদ্দেশ্য বলে জানিয়েছেন পুরিশ কর্মকর্তারা।

এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাভেদ পাটোয়ারী বলেছেন, সবাইকে নিয়ে পুলিশের নেতৃত্বে এই দল ভবনে প্রবেশ করবে। কারো কোনো মূল্যবান জিনিস বা দলিল থাকলে সেগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও সার্বিক অবস্থা পর্যালোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
পিএম/এসএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।