ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অস্ত্র-ইয়াবা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
শিবগঞ্জে অস্ত্র-ইয়াবা জব্দ জব্দ হওয়া অস্ত্র-ইয়াবা।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৃথক এলাকা থেকে দু’টি অস্ত্র ও তিন হাজার পিস ইয়াবা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৫৩) সদস্যরা।

শুক্রবার (২৯ মার্চ) সকালে বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বিজিবির ওয়াহেদপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০/২এস থেকে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের সাহাপাড়ায় অভিযান চলাচ্ছিলো।

এসময় ভারত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সন্দেহজনকভাবে শূন্য লাইন দিয়ে বাংলাদেশের দিকে আসাছিলেন। ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের ভেতর পালিয়ে যান। পরে ব্যাগের ভেতর থেকে দু’টি ওয়ান শুটার গান জব্দ করা হয়।   অস্ত্রগুলো আনুমানিক মূল্য দুই লাখ টাকা। জব্দ হওয়া অস্ত্রগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত গভীর রাতে একই উপজেলার তেলিখালি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিন হাজার পিস ইয়াবার ট্যাবলেট জব্দ করেছেন একই বিজিবির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।