ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ড: মন্ত্রণালয়ের কমিটির কাজ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ড: মন্ত্রণালয়ের কমিটির কাজ শুরু আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ার/ছবি- জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে আগুনজনিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও করণীয় বিষয়ে প্রতিবেদন তৈরির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন জানান, কমিটির সদস্যরা শুক্রবার (২৯ মার্চ) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি আরো জানান, সদস্যরা বিকেলে দুর্ঘটনায় আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানার জন্য পরিদর্শন করেন।

বৃহস্পতিবারের (২৮ মার্চ) ওই দুর্ঘটনার পর মন্ত্রণালয়ের অতিরক্ত সচিব মো. ফয়জুর রহমানকে আহ্বায়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মাহবুব আলম তালুকদারকে সদস্য সচিব করে মোট ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।  

কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএমপির প্রতিনিধি, ডিজি ফায়ার সর্ভিসের প্রতিনিধি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের নির্বাহী প্রকৌশলী, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি এবং বুয়েটের ভিসির প্রতিনিধি।  

কমিটি আগামী ৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে বলেও জানান সেলিম হোসেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফ আর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি হয়েছে। অর্ধশতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।