ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, ২০১৭ সালের ৩ জানুয়ারি এই মার্কেটে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে জেনেছি পারফিউমের দোকান থেকে আগুন লেগেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমার বিশ্বাস সবাই ফায়ার সার্ভিসকে সহায়তা করবে। তাদের কোনো অসুবিধা যেনো না হয়। আগুণ নিয়ন্ত্রণে আনার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, এ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। অনিয়ম করলে আর কোনো ছাড় নয়। ব্যবসা করতে হবে নিরাপদভাবে।
তিনি এও বলেন, এ নিয়ে শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে আমি বসবো। আলোচনা করে কী কী করণীয়, তা বাস্তবায়ন করা হবে।
এসময় মেয়রের সঙ্গে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী এবং নৌবাহিনী অভিযানে নামে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমআইএস/টিএম/টিএ