ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাতে সদরঘাট-গাবতলী রুটে নৌযান চলাচল নিষেধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
রাতে সদরঘাট-গাবতলী রুটে নৌযান চলাচল নিষেধ

ঢাকা: তুরাগ নদীর বসিলাস্থ আমিন-মমিন হাউজিং এলাকায় শনিবার (৩০ মার্চ) হতে ড্রেজিং কাজ শুরুর কারণে সদরঘাট-গাবতলী রুটে রাতের ১২ ঘণ্টা নৌ যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সদরঘাট-গাবতলী নৌপথে চলাচলকারী সকল নৌযান অপারেটরদের (মালিক/মাস্টার/ড্রাইভার) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তুরাগ নদীর বসিলাস্থ আমিন-মমিন হাউজিং এলাকায় বিআইডব্লিউটিএ শনিবার (৩০ মার্চ) থেকে ড্রেজিং কাজ শুরু হবে।

এজন্য শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে ভোর ৬টা পর্যন্ত সকল নৌযান চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।