শনিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোর ৫টা ৪৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
গুলশান থানার ওসি জানান, ভোরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমরা ছুটে যাই। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এজেডএস/আরআর