শনিবার (৩০ মার্চ) সকালে গুলশান-১ এ ডিএনসিসি মার্কেটের সামনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ডিডি শামিমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো হতাহত নেই বলেও জানান শাকিল নেওয়াজ।
শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি নৌ ও সেনাবাহিনী কাজ করে। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ৩০,২ ১৯
পিএম/টিএম/জেডএস