ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
মহাদেবপুরে স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্বামী-স্ত্রী এবং তাদের আড়াই বছরের ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ভোরে ভোরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকযথুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের অর্জন (৩৩), তার স্ত্রী তিথী (২৬) এবং তাদের আড়াই বছরের ছেলে অরণ্য।

প্রতিবেশী সুব্রত জানান, 'দুই ভাইয়ের যৌথ পরিবার হওয়ায় তাদের মধ্য দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। পারিবারিক কলহের কারণে সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের স্বামী-স্ত্রীর মধ্য কনো ঝামেলা ছিল না বলেই আমরা জানি। ' 

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার (২৯ মার্চ) বাজার থেকে দই কিনে আনেন অর্জুন। রাতে দই খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েন। মধ্যরাত থেকে পেটের সমস্যা শুরু হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ তিথী।  

অবস্থার অবনতি ঘটলে তিথীর স্বামী অর্জুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনিও মারা যান। আর তাদের শিশু সন্তান অরণ্য মারা যায় নওগাঁ সদর হাসপাতালে।

ময়না-তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখনো এ ব্যাপারে থানায় কোনো মামলা করা হয়নি। মামরার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯/আপডেট সময় ১৪১৫ ঘণ্টা
টিএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।