শনিবার (৩০ মার্চ) রাত ১০টা পর্যন্ত চলবে উৎসব। এর আগে, শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের আদিবাসী সাঁওতাল পল্লী বারকোনা গ্রামে কলম সরেন-আলমা সরেন মাঠে দুই দিনের এ উৎসব শুরু হয়।
মেলা শুরুর দিন বাহা উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম, পার্বতীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মর্তা (ইউএনও) রেহানুল হক, বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জেম হোসেন, গবেষক ও কথা সাহিত্যিক ড. মাসুদুল হক, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক বাসন্তী মুরমু।
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথির পর সাঁওতালরা তাদের এই দ্বিতীয় বৃহত্তম উৎসব পালন করে থাকে। বাহা উৎসবের আগে সাঁওতালরা শিকারে যান না, ফুলের মধু পান করেন না এমনকি শাল ফুল মাথায় দেন না নারীরা। জাহের থান পুঁজার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
এবারের উৎসবে ভারতসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ উপস্থিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসআরএস