শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে পঞ্চমবারের মত আয়োজিত প্রজন্ম-৯৫ বৃত্তি পরীক্ষা’১৮ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমল বলেন, রামুতে স্বাধীনতার আগে ৫টি উচ্চ বিদ্যালয় ছিলো।
তিনি বলেন, শিক্ষার উন্নয়নের এই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি রামুকে সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রামুকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে।
রামুর প্রতিনিধিত্বশীল সংগঠন প্রজন্ম-৯৫ এর মত এলাকার উন্নয়নে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান সংসদ সদস্য কমল। এ সময় প্রজন্ম-৯৫ এর সদস্যরাও রামুকে সুন্দর শহরে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পাশে থাকার ঘোষণা দেন।
সংগঠনের সভাপতি ও ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ-এর মানবসম্পদ বিভাগের পরিচালক ফয়সল ওবাইদ রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাজাহান আলী, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. আবুল মনসুর, সহকারী কমিশনার (ভূমি) চাইথোয়াইলা চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাধন কুমার ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে প্রজন্ম-৯৫ এর সদস্য ও নবনির্বাচিত রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন বক্তব্য দেন। এ সময় সংগঠনের বন্ধুদের পক্ষ থেকে তাকে ফুলেল অভিনন্দন জানানো হয়।
শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রজন্ম-৯৫ বৃত্তি পরিচালনা পর্ষদের আহবায়ক ও এইচএসবিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট পিপলু বড়ুয়া কমল। বৃত্তি পরীক্ষার পর্যবেক্ষকের মধ্যে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী কলেজের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, শিক্ষকদের মধ্যে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়কারী কিশোর বড়ুয়া, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোছাইন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি রেজাউল আমিন মোর্শেদ ও সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া।
শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসবি/এসি/টিসি