শুক্রবার (২৯ মার্চ) রাতে উপজেলার মেঘাই খেয়াঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ নূরজাহান একই উপজেলার নিশ্চন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে মেঘাই খেয়াঘাট থেকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে স্ত্রী নূরজাহানকে নিয়ে নাটুয়ারপাড়ায় যাচ্ছিলেন আব্দুস সালাম। ঘাট থেকে ছাড়ার কিছু পর বালুভর্তি অপর একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝি ও যাত্রী আব্দুস সালাম সাঁতরে পাড়ে এলেও নিখোঁজ হন নূরজাহান।
খবর পেয়ে শনিবার (৩০ মার্চ) সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসআরএস