শুক্রবার (২৯ মার্চ) দিনগত মধ্যরাত থেকে শনিবার (৩০ মার্চ) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও দালালদের আটক করা হয়।
আটক দালালরা হলেন- মো. কবীর (৩৫), আব্দুর রহমান (৩২) ও জামাল উদ্দিন (৩২)।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৬ জন নারী, ৬ জন পুরুষ ও ৭টি শিশু। তারা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান বাংলানিউজকে বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে তিন দালালের মাধ্যমে মালয়েশিয়ার যাওয়ার জন্য সাগরের মধ্যে বোটে অবস্থান করছিলো উদ্ধার ২৯ জন রোহিঙ্গা।
তিনি আরো বলেন, আটক তিন দালালকে থানায় সোপর্দ এবং উদ্ধার করা রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসবি/জেডএস