শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরের বিক্রমপুর আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফরিদুল নোয়াখালীর সোনামুড়ী থানার রথি ভূঁইয়াবাড়ী এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম পাটোয়ারী বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে ফরিদুল তার মালিকানাধীন কভার্ডভ্যান কাঁচপুর ব্রিজের পূর্বপাশে পার্কিং করে রেখে সিদ্ধিরগঞ্জের বিক্রমপুর আবাসিক হোটেলে রাত যাপন করেন। হোটেলে রাত যাপনের বিষয়টি ফরিদুল মোবাইল ফোনে তার পরিবারকে জানিয়েছিল। রাত একটার পর পরিবারের সদস্যরা ফরিদুলের মোবাইলে ফোন দেওয়ার পর তিনি তা রিসিভ না করায় ভোরে তার ছেলে ইমন ওই হোটেলে এসে ম্যানেজারকে ছবি দেখান। ম্যানেজার ছবি দেখে ফরিদুলকে শনাক্ত করেন।
পরে ফরিদুলের কক্ষের সামনে গিয়ে দরজা খোলার ম্যানেজার তাকে ডাকাডাকি করার পর দরজা না খোলায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে সকালে পুলিশ হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে ফরিদুলের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই ইব্রাহীম।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
আরআইএস/