শনিবার (৩০ মার্চ) সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবু উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ এলাকার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক বাবুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসআরএস