পাইকারি মশলার এ দোকানে আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে মজুদও বাড়িয়েছিলেন। কিন্তু শনিবারের আগুন সর্বস্ব কেড়ে নিলো এ ব্যবসায়ীর।
ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, ২০১৭ সালের ৩ জানুয়ারি এ মার্কেটে আগুন লেগে সবকিছু পুড়ে যায়। তখন প্রণোদনা দেওয়ার কথা থাকলেও এখনো পাননি সেই সহায়তা।
ব্যবসায়ী মামুন বাংলানিউজকে বলছিলেন তার সেই কষ্টের কথা। তিনি বলেন, আমি একজন পাইকারি মশলা ব্যবসায়ী। দোকানের নাম মেসার্স রিপন বানিয়াতি ট্রেডার্স। ডিএনসিসি মার্কেটে আগুনে পুড়ে আমার দুই দোকান ছাই হয়ে গেছে।
তিনি জানান, তার দোকানে ৮ কেজি জাফরান ছিলো, এক কেজি জাফরানের দামই দেড় লাখ টাকা। দুই দোকানে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি এ ব্যবসায়ীর।
মামুন বলেন, আমি সারাদেশে মশলা পাইকারি বিক্রি করি। দোকানের ভেতরে বাকিতে দেওয়া মালের হিসাব ছিলো। ব্যবসায়ীদের কাছে লাখ লাখ টাকা পাওনা রয়েছে। কিন্তু খাতা পুড়ে যাওয়ায় সেই হিসাবটা কেমনে পাবো। সবদিক দিয়েই পথে বসেছি।
ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করে উত্তরাধিকার সূত্রে পাওয়া এ ব্যবসা চালাতেন মামুন। অগ্নিকাণ্ডে তার আরো দুই ভাইয়ের দোকান পুড়ে গেছে বলেও জানান তিনি।
এর আগে শনিবার ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। সঙ্গে যোগ দেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। তবে আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ৩০,২০১৯
টিএম/জেডএস