ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

প্রতিবার ভোরবেলায় কেন আগুন লাগে?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
প্রতিবার ভোরবেলায় কেন আগুন লাগে? কান্নায় ভেঙে পড়েছেন দুই ভাই-ছবি-বাংলানিউজ

ঢাকা: মিজানুর রহমান ও মোহাম্মদ শাহাবুদ্দিন দুই ভাই মিলে ব্যবসা করতেন রাজধানীর গুলশানের পুড়ে যাওয়া ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মার্কেটে। দুই ভাইয়ের উপার্জনের একমাত্র সম্বল ছিলো চকলেটের দোকান। দেনার টাকা দিয়ে এ দোকান সাজিয়েছিল তারা।

শনিবার (৩০ মার্চ) ভোরে ডিএনসিসি মার্কেটে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের উপার্জনের এ সম্বল।  

মেহেরান এন্টারপ্রাইজের (দোকান নম্বর ১০১) মালিক মো. সাবউদ্দিন কান্নাভেজা কন্ঠে বাংলানিউজকে বলেন, সকালে আমি দোকান খুলতাম।

আমার তো সব শেষ হয়ে গেছে। চকলেটের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দেনা করে দুই ভাই মিলে দোকান দিয়েছিলাম। এখন আমাদের কী হবে? আমরা তো পথে বসে গেলাম। আমার দোকানটা মালে (চকলেট) ভরা ছিল। আমাদের আর কিছু রইলো না।

ছোট ভাই মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আমার সব শেষ। আমার দোকানে ২০ লাখ টাকার চকলেট ছিল। সব পুড়ে ছাই। আর ২ লাখ টাকা নগদ ছিল। প্রতিবার একই সময় কীভাবে আগুন লাগে? আমি দোকানে রাতে ২টা ৫০ মিনিট পর্যন্ত ছিলাম। তখনও আগুন লাগেনি। এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারিতে ও সকালে মার্কটে আগুন লাগে। প্রতিবার ভোরবেলায় কেন আগুন লাগে?

ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগে গুলশান ১ নম্বরের এ মার্কেটে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৯
এমএমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।