শনিবার (৩০ মার্চ) ভোরে ডিএনসিসি মার্কেটে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের উপার্জনের এ সম্বল।
মেহেরান এন্টারপ্রাইজের (দোকান নম্বর ১০১) মালিক মো. সাবউদ্দিন কান্নাভেজা কন্ঠে বাংলানিউজকে বলেন, সকালে আমি দোকান খুলতাম।
ছোট ভাই মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আমার সব শেষ। আমার দোকানে ২০ লাখ টাকার চকলেট ছিল। সব পুড়ে ছাই। আর ২ লাখ টাকা নগদ ছিল। প্রতিবার একই সময় কীভাবে আগুন লাগে? আমি দোকানে রাতে ২টা ৫০ মিনিট পর্যন্ত ছিলাম। তখনও আগুন লাগেনি। এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারিতে ও সকালে মার্কটে আগুন লাগে। প্রতিবার ভোরবেলায় কেন আগুন লাগে?
ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগে গুলশান ১ নম্বরের এ মার্কেটে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৯
এমএমআই/আরআর