পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ফাইল ছবি
ঢাকা: বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে মামলার আসামি কতোজন এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
শনিবার (৩০ মার্চ) দুপুরে চকবাজারে শাহী মসজিদের সামনে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এসব ঘটনায় নিহত-আহতদের পরিবারের পক্ষ থেকে যদি কেউ মামলা না করে তাহলে, পুলিশ বা রাষ্ট্র বাদী হয়ে মামলা দায়ের করে থাকে।
বনানীর ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
পিএম/জেডএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।