তিনি বলেন, সারাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের আগে পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা হবে। খুনিদের দেশে ফিরিয়ে আনতে কাজ চলছে।
শনিবার (৩০ মার্চ) সকালে সিলেট সরকারি কিন্ডার গার্টেন স্কুল দেশ সেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসব উদযাপনে দেশজুড়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সিলেট নগরে আগুন ও ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায়ও বিশেষ পরিকল্পনা রয়েছে তার।
অনুষ্ঠানের পর সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ই-লার্নিং মডিউল ব্যবহারের মাধ্যমে শ্রেণি কক্ষে শিক্ষণ ও শিখন কার্যক্রম সহজ ও আনন্দদায়ক অংশগ্রহণমূলক হবে। ছাত্র-ছাত্রীরা তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও জ্ঞানার্জনের ক্ষেত্রে এক বিশাল দিগন্তের উন্মোচন হবে।
ড. মোমেন বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে ই-লার্নিং পদ্ধতি পরিচালিত হয়, যার ফলে ডিজিটাল কনটেন্ট ব্যবহারের মাধ্যমে শ্রেণি কক্ষে শিক্ষাগ্রহণ কার্যক্রম আরো অংশগ্রহণমূলক হয়ে ওঠবে। তথ্য প্রযুক্তির বিপ্লবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ই-লার্নিংয়ের বিকল্প নেই মনে করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মো. মাহমুদুল হক, এসএমপি কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম কিবরিয়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. সামসুন্নাহার, এটিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সেসিপ কর্মসূচির আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে ৬৪০টি বিদ্যালয়ে ই-লার্নিং সেন্টার স্থাপন করা হয়েছে। এসব সেন্টারের জন্য যুগোপযোগী মডিউল তৈরি করে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ইটিএল-এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড। সিলেটসহ দেশের ৯টি অঞ্চলে এ মেলার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এনইউ/আরবি/