ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর বাসার সামনের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর বাসার সামনের সড়ক অবরোধ সড়ক অবরোধ করেছেন চালকরা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসার সামনের সড়ক অবরোধ করেছেন হিউম্যান হলারের (লেগুনা) চালকরা।

শনিবার (৩০ মার্চ) দুপুরে যাত্রী উঠানামা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে হিউম্যান হলার চালকরা পররাষ্ট্রমন্ত্রীর বাসার সামনের সড়ক অবরোধ করেন।

এদিকে ব্যবসায়ীরা বন্দরবাজারে জেল রোড পয়েন্টে সড়ক অবরোধ করেন।

 এসময় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘাতের আশঙ্কা দেখা দেয়। অবশ্য পুলিশ এসে উভয়পক্ষকে বোঝানোর ঘণ্টাখানেকের মধ্যে অবরোধ তুলে নেয়।

অবরোধের কারণে নগরীর সুবহানিঘাট, নাইওরপুল, বন্দরবাজার সড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ধোপাদিঘীর পূর্বপাড়ে হিউম্যান হলার (লেগুনা) জেলরোড পয়েন্ট সংলগ্ন বন্দরবাজার সড়কে ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে লেগুনা দাঁড় করিয়ে উঠানামা করায় ব্যবসায়ীরা দোকানের সামনে থেকে সরে গিয়ে যাত্রী তোলার অনুরোধ করলে কাটাকাটি শুরু হয়।

শ্রমিকদের অভিযোগ, শামীম আহমদ নামে এক হিউম্যান হলার চালককে ব্যবসায়ীরা মারধর করেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ব্যবসায়ীরা জানান, শ্রমিকরা নির্দিষ্ট স্ট্যান্ড রেখে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হিউম্যান হলার (ইমা-লেগুনা) দাঁড় করিয়ে যাত্রী ওঠান। তাদের সঙ্গে কথা বলাই যেনো দুস্কর।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দু’দিনের সফরে সিলেটে অবস্থান করছেন। শ্রমিকরা অনিয়ম করেও পররাষ্ট্রমন্ত্রীর বাসার সামনের সড়ক অবরোধ করে দৃষ্টতা দেখিয়েছে মনে করেন ব্যবসায়ীরা।

সিলেট কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াসিন বাংলানিউজকে জানান, যাত্রী ওঠানামা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ব্যবসায়ী ও শ্রমিকরা সড়ক অবরোধ করেন। উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে থাকলেও তাদের বোঝানো হলে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।