শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় সিংড়া কোর্ট মাঠে সিংড়া থানার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, আমাদের অতীতের সব সময়ের মধ্যে গত ১০ বছরে আমরা ডিজিটাল যুগে এসে পৌঁছেছি।
তিনি আরও বলেন, আগামীতে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হবে মানবসম্পদ। সেই সম্পদ গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের ১৬ কোটি মানুষকে দুই লাখ পুলিশ সদস্য নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। প্রযুক্তি নির্ভর আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে তথ্য প্রযুক্তি বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। ইতোমধ্যে এক হাজার থানাকে দ্রুত গতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হয়েছে। ৯৯৯ নম্বর ব্যবহার করে দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জরুরি সেবা পাচ্ছেন।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এনএম জিয়াউল আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেব, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এনটি