শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
আটকরা হলেন—উপজেলার কাঁচপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে সুমন (২১) ও জামানের ছেলে খোকন (২০)।
এ বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান বাংলানিউজকে জানান, নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টার সময় মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করছিলেন।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এমএএম/এমজেএফ