শনিবার (৩০ মার্চ) রাতে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কক্সবাজারের খ্যাতিমান কবি প্রয়াত আশীষ কুমারের স্মরণে রামুর নাট্য সাংস্কৃতিক সংগঠন ‘সমস্বর’ এ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে কবি আশীষ কুমারের কাব্যগ্রন্থের ‘নির্ঘণ্ট: ঘৃণার সভা’ কবিতা আবৃত্তি করেন শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসিম উদ্দিন বকুল।
‘তোঁয়ারা জাননি ওভাই, রামুরে রম্যভূমি হয় কিয়রল্লাই, রামু বড় সুন্দর জাগা, এডে হন ধর্ম-বর্ণ জাত ভেদাভেদ নাই, রামুরে রম্যভূমি হয় এতল্লাই’ কবি আশীষ কুমারের লেখা এ গানটি পরিবেশন করেন শিল্পী আবুল কাশেম। কবির লেখা গান পরিবেশন করেন শিল্পী আশীষ কুমারের ভাই প্রবীর বড়ুয়া, লোকশিল্পী গোলাম কবির, পলি বড়ুয়া ও রিসপা।
কবি পত্নী ডলি বড়ুয়া ও কবি কন্যা বিভা বড়ুয়াকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোর মধ্যদিয়ে শুরু হয় কবি আশীষ কুমার স্মরণে স্মৃতিচারণ সভা।
স্মৃতিচারণ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নুরুল ইসলাম, সাংবাদিক বিশ্বজিৎ সেন বাঞ্চু, কবি সুলতান আহমদ মনিরী, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক শিল্পী বশিরুল ইসলাম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন অধ্যাপক নীলোৎপল বড়ুয়া ও কক্সবাজার ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মাহবুবুল আলম।
যন্ত্রানুসঙ্গে ছিলেন এইচ বি পান্থ, আবুল কাশেম, মিজানুল হক, সুজয়, কামাল ও ওমর ফারুক মাসুম।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, মার্চ ৩১, ২০১৯
এসবি/এসি/টিসি