রোববার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের।
ওসি শাহজামান জানান, ২০১৮ সালের ৪ জুন আকস্মিক মৃত্যু হয় সাদ্দাম হোসেনের। পরে সাদ্দামের বড় ভাই লিটন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেন। মামলার প্রায় নয় মাস পর ময়না-তদন্ত প্রতিবেদনে সাদ্দামের মৃত্যুর কারণ শ্বাসরোধ করে হত্যা উল্লেখ করা হয়। পরে এ বিষয়ে সাদ্দামের বড় ভাই লিটনকে হত্যা মামলা করার জন্য অনুরোধ করলে তারা মামলা করতে রাজি হয়নি।
এরপর পুলিশ বাদী হয়ে চলতি বছরের ২৯ মার্চ বিকেলে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় নিহতের স্ত্রী শিউলী ও তার প্রেমিক সাব্বির হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
নিহত সাদ্দাম যাত্রাবাড়ী মাছের আড়তে মাছের ব্যবসা করতেন। তার বাবা নাম মৃত সুলতান মিয়া। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ষোলপাড়া এলাকায় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
জিপি