রোববার (৩১ মার্চ) উপজেলার তেলিরাই এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। সাইফুর সিলেট মদন মোহন সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ও সিলেটের গোয়াইনঘাটের বেসরকারি তোয়াকুল কলেজের প্রভাষক ছিলেন।
স্থানীয়রা জানান, শিক্ষক সাইফুর নগরের টিলাগড় জমিদার বাড়ীর একটি মেসে থাকতেন। শনিবার (৩০ মার্চ) সকালে কলেজ শিক্ষক সাইফুর মেস থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। পরে তার খোঁজ না পেয়ে রাতেই স্বজনরা সিলেটের শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে কলেজ শিক্ষক সাইফুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে কলেজ শিক্ষক নিহতের ঘটনায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নগরের লামাবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেট মদন মোহন সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এনইউ/আরআইএস/