রোববার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর এ আলম এর আদালতে আসামি জহিরুল ইসলাম উপস্থিত হয়ে আবার জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে এ আদেশ দেন আদালত।
হত্যার শিকার কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহীন সুলতানা ফেন্সির পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
গোলাম মোস্তফা বলেন, প্রধান আসামি অ্যাডভোকেট জহিরুল ইসলাম জামিনে থাকার সময় আদালতে চার্জশিট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। এতে ফেন্সির স্বামী জহিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। এছাড়াও অপর আসামি জহিরের দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম কয়েকমাস কারাভোগের পর জামিনে রয়েছেন।
২০১৮ সালের ৪ জুন সোমবার শহরের ষোলঘর এলাকায় নিজ বাসভবনে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে খুন হন জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহীন সুলাতানা ফেন্সি। এই ঘটনায় নিহতের ছোট ভাই ফোরকান উদ্দিন খান চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আরএ