রোববার (৩১ মার্চ) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সামছুল নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাচরাবাগ এলাকার মৃত আবুল হাশেম ওরফে হাসুর ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আফজাল হোসেন বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জের বন্দর থানায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সামছুল ২০১৫ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন। দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামছুলকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ইরশাদুল্লাহ বাংলানিউজকে জানান, দুপুর সোয়া দুইটার দিকে সামছুল হককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আরএস/আরআইএস/