রোববার (৩১ মার্চ) বিকেলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। আটক হাবিবুর ওই উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত দায়মুল আলীর ছেলে।
ওসি বলেন, ভোরে স্বর্ণ ব্যবসায়ী হাবিবুর ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের আটাপাড়া বেইলি ব্রিজ এলাকায় একটি ভ্যান নিয়ে অবস্থান করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানা যায়।
এ ঘটনায় আটক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
জিপি