ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ৪০ ভরি স্বর্ণসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
পাঁচবিবিতে ৪০ ভরি স্বর্ণসহ ব্যবসায়ী আটক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া বেইলি ব্রিজ এলাকা থেকে চারটি স্বর্ণের বারসহ (ওজন ৪০ ভরি) হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ মার্চ) বিকেলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। আটক হাবিবুর ওই উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত দায়মুল আলীর ছেলে।

ওসি বলেন, ভোরে স্বর্ণ ব্যবসায়ী হাবিবুর ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের আটাপাড়া বেইলি ব্রিজ এলাকায় একটি ভ্যান নিয়ে অবস্থান করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানা যায়।

এ ঘটনায় আটক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।