ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
গোপালগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মনিকা চৌধুরী (৪০) নামে এক নারীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩১ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

গোপালগঞ্জ উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনিকার স্বামী মনিমোহন ওরফে মনিন্দ্র চৌধুরী প্রায় তিন বছর ধরে ভারতে বসবাস করছেন। চার সন্তানের জননী ওই নারী শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং ওই বাড়িতে একাই থাকতেন।

শনিবার রাতে কে বা কারা গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে যায়।

তিনি আরো জানান, যাদের সঙ্গে মনিকা প্রতিদিন শ্রম বিক্রি করতেন তারা সকালে তাকে ডাকতে গিয়ে ঘরের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
  
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।