উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি: বাংলানিউজ
মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায়ও ব্যাপক উন্নয়ন করছে। ছাত্র-ছাত্রীদের সকল সুযোগ সুবিধা বেড়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে। সরকারের এ সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
রোববার (৩১ মার্চ) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া ইসলামিয়া দাখিল মাদরাসার একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জীবনে বড় হতে গেলে শিক্ষক ও পিতা-মাতার কথা মতো চলতে হবে।
পড়ালেখা পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চা করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। মনে রাখবে তোমাদের মধ্যে থেকে আগামী দিনে দেশ পরিচালনা করবে। জীবনে শিক্ষার কোনো বিকল্প নেই।
মাদরাসার সুপারিন্টেন্ড মাওলানা মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন পারভিন, ধানকোড়া ইউনিয়নের চেয়াম্যান আবুল কালাম আব্দুর রউফ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
কেএসএইচ/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।