ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন মানববন্ধন

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে পরিবেশ বিধ্বংসী ড্রিল-ড্রেজার (বোমা) মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ আন্দোলন পঞ্চগড় নামে একটি সংগঠন। 

‘ড্রেজার হটাও, পঞ্চগড় বাঁচাও’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৩১ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ নদী আন্দোলন পঞ্চগড়, ডিবেট অ্যাসোসিয়েশন পঞ্চগড়, ভূমি রক্ষা আন্দোলন কমিটি, পঞ্চগড় অন-লাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, জেলা পাথর বালি ও ভাসা কাঠ উত্তোলনকারী শ্রমিক ইউনিয়নের সদস্যসহ সাধারণ জনগণ।

মানববন্ধনে বক্তারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে অবৈধ ড্রেজার মেশিন বন্ধসহ ভূমিকম্প থেকে জেলাকে রক্ষার জন্য জোর দাবি জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। এবং ড্রেজার মালিকদের মেশিন বন্ধের আহ্বান জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, মিজানুর রহমান মুনা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, সাংবাদিক শাহজালাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।